শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

EXCLUSIVE: সমাজমাধ্যমের দৌলতে আজকাল বহু ঘটনা আমাদের সামনে উঠে আসে, যা কিছু উঠে আসা একান্ত জরুরি। প্রকাশের চিঠি তেমনই এক চিঠি। বৈঁচি বি এল মুখার্জি'জ  ফ্রি ইন্সটিটিউশন (এইচ এস) - এর নবম শ্রেণির পড়ুয়া প্রকাশ। ওই স্কুলের টিচার ইনচার্জ সীমান্ত গুহঠাকুরতা খুদে পড়ুয়ার ওই চিঠি প্রকাশ্যে এনেছেন সমজমাধ্যমে। তাতে তিনি চিঠি যেমন দিয়েছেন, তেমনই লিখেছেন তার পিছনের গল্প।

রাজ্য | EXCLUSIVE: দরিদ্র পরিবারের প্রকাশের ইংরেজি চিঠি ভাইরাল! বাংলা মাধ্যম স্কুলে ঠিক কী হয়েছিল, জানুন আসল সত্য

Riya Patra | ২৮ জুলাই ২০২৪ ১৭ : ৩৯Riya Patra


রিয়া পাত্র
বাংলা মাধ্যমের পড়ুয়াদের ইংরেজি ভাষার জ্ঞান ভাল নয় একেবারেই, কিংবা, দিনে-দিনে ইংরেজি ভাষা ব্যবহার-শিক্ষার চল বাড়লেও ইংরেজি-ভীতি কাটছে না বাংলা মাধ্যমের পড়ুয়াদের, এই আলোচনা ইদানিংসময়ে প্রায়ই শোনা যায়। বাংলা মাধ্যমের পড়ুয়ারা অনেক সময় ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াতে গিয়েও সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল অনেক সময়ই বাংলার শিক্ষকাদের জন্য ইংরেজি মাধ্যমের পড়ুয়া চাইছে। কারণ কী? কারণ ওই একটা ধারণা। বাংলা মাধ্যমের সরকারি স্কুলের পড়ুয়ারা ইংরেজি ভাল জানে না। এই ঘটনায় রাজনৈতিক আলোচনার পরিসর আছে বিস্তর। কেউ বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তোলেন, কেউ কাঠগড়ায় দাঁড় করান বাম জমানার সিদ্ধান্তকে। 

তবে এসব আলোচনাকে মুখে আঙুল দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে একটি চিঠি। সাদা কাগজে ভাঙাচোরা কিন্তু গোছানো, স্পষ্ট ইংরেজিতে লেখা। বৈঁচির প্রকাশ খামারুর ছুটির আবেদনপত্র সেটি। ওই চিঠি এখন সমাজমাধ্যমে ঘুরছে। উত্তর দিচ্ছে বেশ কিছু প্রশ্নের। 



ঘটনা একটু বিস্তারিত বলা যাক। সমাজমাধ্যমের দৌলতে আজকাল বহু ঘটনা আমাদের সামনে উঠে আসে, যা কিছু উঠে আসা একান্ত জরুরি। প্রকাশের চিঠি তেমনই একটি। বৈঁচি বি এল মুখার্জি'জ ফ্রি ইন্সটিটিউশন (এইচ এস)-এর নবম শ্রেণির পড়ুয়া প্রকাশ। ওই স্কুলের টিচার ইনচার্জ সীমান্ত গুহঠাকুরতা খুদে পড়ুয়ার ওই চিঠি প্রকাশ্যে এনেছেন সমজমাধ্যমে। তাতে তিনি চিঠি যেমন দিয়েছেন, তেমনই লিখেছেন তার পিছনের গল্প।

বিষয়টা এরকম-টিফিনের পর ডাক্তার দেখাতে যাবার আবেদন জানিয়ে চিঠি এনেছিল প্রকাশ। খাতার ছেঁড়া পাতায় নির্ভুল ইংরেজিতে লেখা 'অ্যাপ্লিকেশন'। এত নিখুঁত? কিছুটা অবাক হয়েছিলেন সীমান্ত গুহঠাকুরতা। ভেবেছিলেন, বুঝি অন্য কাউকে দিয়ে লিখিয়েছে চিঠি। প্রশ্ন করেছিলেন, 'আর একবার লিখতে পারবি'? উত্তর এসেছিল 'বেশ'। ঠিক পাঁচ মিনিটের মাথায় তৈরি চিঠি। তবু খটকা জেগেছিল, মুখস্থ কি? চিঠি পড়ে তাজ্জব শিক্ষক, বিষয় এক হলেও, লেখা অনেকটাই আলাদা। ভুল নেই বানানে, নেই বাক্য গঠনেও।

তারপরেই তিনি সিদ্ধান্ত নেন, সমাজমাধ্যমে সকলের সামনে নিয়ে আসবেন প্রকাশের চিঠি। যেখানে অসুস্থ প্রকাশ, রোল নম্বর ৬৩, চতুর্থ পিরিয়ডের পর ছুটি চেয়ে চিঠি লিখেছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে চিঠি। অনেকেই প্রকাশের উন্নতি চাইছেন, অনেকেই মনে করছেন সে 'অন্ধকার খনির ভেতর হীরকখণ্ড।' যিনি এই হীরকখণ্ড খুঁজে বের করলেন, সেই সীমান্ত গুহঠাকুরতার সঙ্গে যোগাযোগ করা গেল। বললেন, 'হতদরিদ্র বলতে যা বুঝি, প্রকাশ তেমন পরিবারের। ক্লাসেও তথাকথিত ব্যাক বেঞ্চার। ব্যবহারে লাজুক।' তাই তার পড়াশোনার বিস্তারিত তথ্য সেভাবে ছিল না। কিন্তু এই চিঠি অবাক করেছে। তিনি হতবাক, আপ্লুত। কিন্তু আচমকা সমজমাধ্যমে প্রকাশ কেন? কারণ, যাতে অন্যান্য সকালেই জানতে পারেন প্রকাশদের কথা। সীমান্ত মনে করেন, এই যে বারবার বলা হয়, বাংলা মাধ্যমের স্কুল গুলিতে ইংরেজি শেখানো হয় না, এর পিছনে আদতে রয়েছে ক্যাপিটালিজম। এই ধারণা তৈরি করা হচ্ছে দিনে দিনে। 

সরকারি বাংলা মাধ্যমে কি ইংরেজি পড়ানো হয় না সত্যি? প্রকাশের ইংরেজি শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর বিশ্বাস বলছেন এই ধারণা ভ্রান্ত। তৈরি করা। বলছেন, 'আসলে এখন পাশ ফেল নেই, নিয়মের কড়াকড়িতে শাসন ঠিক মতো করা যায় না। ভিত একটু কাঁচা থেকে যায়। একথা ঠিক। কিন্তু তাতে শিক্ষকরা ইংরেজি শেখানোয় খামতি রাখেন না।' প্রকাশদের স্কুলে তিনি রয়েছেন ছ'বছর। জানালেন টেক্সট, গ্রামার, রাইটিংসে জোর দিয়েছেন। নিজের সবটা দেন স্কুল পড়ুয়াদের জন্য। আসলে নিঁখুত বানান-বাক্যগঠনের প্রকাশরা রয়েছে। তাদের প্রকাশ ঘটে না সবসময়।


Student Boinchi Leave application Application goes viral Exclusive story

নানান খবর

নানান খবর

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

ধেয়ে আসছে কালবৈশাখী!‌ কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া